প্রকাশিত : ৫ আগস্ট, ২০২১ ২১:৫৩

দুপচাঁচিয়ায় ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান উপলক্ষে দুপচাঁচিয়ায় অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, আলহাজ্ব মেহেরুল ইসলাম, আব্দুল হাকিম, এসএম হেলাল, শাজাহান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সদর ইউপি সচিব সোহেল রানা প্রমুখ। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতায় নির্দিষ্ট কেন্দ্রে আগামী ৭আগস্ট শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিবন্ধনধারী ও টোকেনপ্রাপ্ত ব্যক্তিদের কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। উক্ত দিনে প্রতিটি কেন্দ্রে ৬’শ জনকে প্রথম ডোজের এ টিকা দেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে