প্রকাশিত : ৬ আগস্ট, ২০২১ ২১:৫৩

জয়পুরহাটে ফেন্সিডিলসহ আটক-২

জয়পুরহাট ব্যুরো
জয়পুরহাটে ফেন্সিডিলসহ আটক-২
জয়পুরহাটে ৪৯বোতল ফেন্সিডিল’সহ ২জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার ভোরে জয়পুরহাট সদর উপজেলার গৌরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ শাওন (৩০), পিতা- মোঃ আকরাম, সাং- গৌরিপাড়া, মোঃ সোহরাব (২৬), পিতা- মোঃ নুরুল, সাং-নতুনহাট সরদারপাড়া, উভয় থানা- সদর, জেলা- জয়পুরহাট।
 
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। পরর্বতীতে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।
 
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
 
উপরে