প্রকাশিত : ৬ আগস্ট, ২০২১ ২১:৫৩
জয়পুরহাটে ফেন্সিডিলসহ আটক-২
জয়পুরহাট ব্যুরো

জয়পুরহাটে ৪৯বোতল ফেন্সিডিল’সহ ২জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা। শুক্রবার ভোরে জয়পুরহাট সদর উপজেলার গৌরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ শাওন (৩০), পিতা- মোঃ আকরাম, সাং- গৌরিপাড়া, মোঃ সোহরাব (২৬), পিতা- মোঃ নুরুল, সাং-নতুনহাট সরদারপাড়া, উভয় থানা- সদর, জেলা- জয়পুরহাট।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। পরর্বতীতে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন