প্রকাশিত : ৯ আগস্ট, ২০২১ ২২:২৬

মান্দায় পেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মান্দায় পেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

নওগাঁর মান্দায় পেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার দেলুয়াবাড়ি বাজারের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে নেশার ট্যাবলেটসহ তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দেলুয়াবাড়ি বাজারের মৃত আজাম উদ্দিনের ছেলে জাইদুর রহমান (৩৯) ও নাড়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রহিদুল ইসলাম (৩২)।
নওগাঁ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহসীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেলুয়াবাড়ি বাজারের ষ্টার মেডিসিন কর্ণার নামের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে জাইদুর রহমান ও রহিদুল ইসলামকে আটক করা হয়। পরে ওই দোকান থেকে উদ্ধার করা হয়েছে ৫০ পিস পেন্টাডল ট্যাবলেট। 
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিবির মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে