প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১ ২০:৫৮
ক্ষেতলালে দু:স্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা বাজারে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যোদয় মহিলা সমাজ কল্যান সংস্থা এবং সূর্যোদয় সমাজ কল্যান সংস্থা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের অর্থায়নে ৬০ জন গরিব, অসহায়, দু:স্থদের মাঝে চাল, ডাল, সয়াবিন তেলসহ খাদ্য সমগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. লায়লা আর্জুমানআরা বানু, স্থানীয় ইউপি সদস্য রাজিয়া বেগম, সূর্যোদয় সমাজ কল্যান সংস্থার সভাপতি শাহজান আলী বাবু, সম্পাদক আশরাফ আলী, সূর্যোদয় মহিলা সমাজ কল্যান সংস্থার সভানেত্রী মাহবুবা ইয়াছমিন, সম্পাদিকা মাছুমা খাতুন প্রমূখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন