প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১ ২১:০২

বগুড়ায় করোনায় ও উপসর্গে ১৫ জনের মৃত্যু: আক্রান্ত ৭৫

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় ও উপসর্গে 
১৫ জনের মৃত্যু: আক্রান্ত ৭৫

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৮ এবং উপসর্গ নিয়ে ৭ জনসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৬১৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫ জন।

শনিবার বেলা সাড়ে ১২ টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে মোট ৪৭১ টি নমুনা পরীক্ষায় ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নতুন করে ১৫২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩৭ জন, ১৬ টি এন্টিজেন পরীক্ষায় ৬ জন ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ টি নমুনায় আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকায় প্রেরিত ১৪৯ জটি নমুনায় ২৭ জন করোনায় পজিটিভ হন। নতুন করে আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের বাসিন্দা বগুড়া সদর উপজেলায় ৩২ জন, শাজাহানপুরে ১৪, দুপচাঁচিয়া ১০, আদমদিঘিতে ৯, কাহালুতে ৯, গাবতলীতে ১জন। জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৫ হাজার ৩২৭ জনের। এ নিয়ে জেলায় মোট ২০ হাজার ২০৮ জন করোনা শনাক্ত হলেন। মোট সুস্থ্য রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৬৯ জন। করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মধ্যে বগুড়ার বাসিন্দা রয়েছে ৭জন। অপরজন অন্য জেলার বাসিন্দা। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় মারা যাওয়া বগুড়ার বাসিন্দারা হলেন, বগুড়া সদরের মাসুম বিল্লাহ (৩৬), সদরের আব্দুল মান্নান (৬২), সদরের আজিজুল হক (৬৯), সদরের রেজাউল করিম (৬৫), শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান সদরের নবাব আলী (৭৯), নন্দীগ্রাম উপজেলার আব্দুল সাত্তার (৫২) এবং টিএমএসএস হাসপাতালে মারা গেছেন সদরের মাকসুদা বেগম (৭২)। বগুড়া জেলার বাহিরের বাসিন্দা একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেলায় মোট করোনা রুগি রয়েছেন ৯২০ জন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে