প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১ ২১:০৭

বগুড়ায় ডা: কাজলের উপর হামলাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ডা: কাজলের উপর হামলাকারিদের
গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও, করোনাকালীন সম্মুখযোদ্ধা ডা. শফিক আমিন কাজল এর  উপর হামলাকারী সকলকে গ্রেফতার ও কঠিন শাস্তির দাবি করে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন হয়েছে। শনিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বগুড়া এবং সম্প্রীতি বাংলাদেশ বগুড়া জেলা শাখার অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 সংগঠনের সহ-সভাপতি এবিএম জিয়াউল হক বাবলার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ এস এম মিল্লাত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিক, বগুডা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সম্প্রীতি বাংলাদেশ বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বিধান চন্দ্র সিংহ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি বগুড়ার সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান সুজন, কোষাধ্যক্ষ দৌলতুজ্জামান দৌলত, নার্সিং এসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নাজিয়া আক্তার নাজু, এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক এসএম বেলাল হোসেন, দপ্তর সম্পাদক এইচ আলিম, সদস্য শিরীন আকতার, আব্দুল আউয়াল, সঙ্গীত শিল্পী শ্যামল বিশ^াস, কাজী মিজানুর রহমান, মোঃ মিজানুর রহমান, সাইফুল ইসলাম সরকার, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, কবি সুকুমার দাস, শিক্ষক নেতা মাহমুদুল বারী মান্নান, আবু জাফর, ছাত্রলীগ বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক মুকুল ইসলাম, গণমাধ্যমকর্মী সজল শেখ, ব্যাংকার তাজুল ইসলাম, ব্যাংকার গোলাম কুদ্দুস, সাবেক ব্যাংকার ফরিদুজ্জামান, ডা: হুমায়ন কবীর, ডাঃ শাহ গাজী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে