করোনা ও ডেঙ্গু মোকবেলায় সদা পরিচ্ছন্ন থাকার আহ্বান বগুড়া পুলিশ সুপারের

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) বলেছেন, করোনাভাইরাস ও ডেঙ্গু মোকাবেলায় সদা পরিচ্ছন্ন থাকতে হবে। বাড়ি, অফিসসহ আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজেকেই উদ্যোমী হতে হবে। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পরিবারসহ সমাজের সকলের সুস্থতার জন্যে পরিচ্ছন্ন থাকার কোন বিকল্প নেই।
বগুড়ায় জেলা পুলিশ এর আয়োজনে শনিবার সকালে পুলিশ লাইন্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২১ এর উদ্বোধণী অনুষ্ঠানে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। এসপি সুদীপ চক্রবর্তীর তত্বাবধানে বগুড়ায় পরিচ্ছন্নতার এই কর্মসূচী একযোগে সকাল ৯ টায় জেলার ১২টি থানা, সকল ফাঁড়ি ও পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ সুপারের কার্যালয়সহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্সে এই কর্মসূচীর উদ্বোধন শেষে পুলিশ সুপারসহ পরিচ্ছন্নতা এই অভিযানে অংশ নেয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), হেলেনা আক্তার (সদর)সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। এ প্রসঙ্গে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ বলেন, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একযোগে সকল থানায় সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জদের নেতৃত্বে শনিবার সকালে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে থানা প্রাঙ্গণের আশেপাশের ঝোপঝাঁড়, ড্রেন পরিষ্কারকরণ, জমে থাকা পানি অপসারণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান জীবাণুমুক্তকরণের লক্ষ্যে স্প্রেকরণসহ পুলিশের কাছে সেবা নিতে আসা সকলে যেন একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় সেই লক্ষ্যে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টায় পরিষ্কার করা হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন