প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ০০:৫৪

জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালন

জয়পুরহাট ব্যুরো:
জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালন

 ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা কৃষকলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সংস্থা পৃথকভাবে নানা কর্মসূচী পালন করেছে। 

এছাড়াও জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলের সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাবেক সহ-সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি,  রাজা চৌধুরী, গোলাম হাক্কানী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম বেনু, জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন সুমন কুমার সাহা, সাধারন সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ ই এম মাসুদ রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে