প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ০১:০৪

বগুড়ায় র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় র‌্যাবের অভিযানে 
ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

বগুড়ায় র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যদের অভিযানে ৪২ পিস ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ আল রিয়াদ হোসেন ওরফে হৃদয় (২১) নামে এক যুবককে গ্রেফতার হয়েছে। শনিবার রাত ৮টায় শহরের মাটিডালী বিমানমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। 

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, প্রাাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত হৃদয় সদরের বারপুর মধ্যপাড়া এলাকার আরফান শেখের ছেলে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে