প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ২৩:৩৫
জয়পুরহাটে মূর্তি উদ্ধার
জয়পুরহাট ব্যুরো:

জয়পুরহাটের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলার আটাপুর পাথরঘাটা তুলশীগঙ্গা নদী থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা এলাকায় তুলশীগঙ্গা নদীর উপর নির্মানাধিন ব্রীজের মাটি খনন করার সময় শ্রমিকরা মূর্তিটি দেখতে পায়। তারা স্থানীয় প্রশাসন কে খবর দিলে ঘটনা স্থলে তারা এসে মূর্তি টি উদ্ধার করে নিয়ে যায়। মূর্তিটি প্রায় ২৫ কেজি ওজনের।
উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, স্থানীয়রা খবর দিলে তুলশীগঙ্গা নদী থেকে একটি মূর্তি উদ্ধার করে জেলা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন