বগুড়ায় এ্যাডমিজ বাংলাদেশ.কম এর অফিস উদ্বোধন

বগুড়ায় সোমবার বিকেলে শহরের জলেশ্বরীতলা রায় বাহাদুর সড়কে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা প্রতিষ্ঠান এ্যাডমিজ বাংলাদেশ.কম এর বগুড়া অফিস উদ্বোধন করা হয়েছে।
আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পিয়াল চক্রবর্তীর ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সদস্য সচিব পরিমল প্রসাদ রাজ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী দেবাশীষ চক্রবর্তী পার্থ, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় এবং গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায়। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুব সংগঠক মনিরুজ্জামান ইমরান, প্রিয় চক্রবর্তী প্রমুখ। প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর পিয়াল চক্রবর্তী জানান, এ্যাডমিজ বাংলাদেশ.কম সারাবিশ্বে ৩৬টি দেশে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। বগুড়া এই অফিসের মাধ্যমে সারাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে ৪টি দেশ যথাক্রমে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা ও ভারতের প্রায় ১০০টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স ও পিএইচডি করার জন্যে যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ এর সুবিধাসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় সহযোগিতা করা হবে যদিও পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এই কার্যক্রম বাড়ানো হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গণে শিক্ষালাভের আশায় হাজারো মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হয় তাই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বগুড়ায় সকলের ভোগান্তি নিরসনের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা লাভের স্বপ্নপূরণে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এ্যাডমিজ বাংলাদেশ.কম।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন