প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১ ২২:০০

প্রভাতী থিয়েটারে সেলিম আল দীনের আবির্ভাব দিবস পালন

ষ্টাফ রিপোর্টার
প্রভাতী থিয়েটারে সেলিম আল 
দীনের আবির্ভাব দিবস পালন

বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা নাট্যচার্য ড. সেলিম আল দীনের ৭২তম আবির্ভাব দিবস পালন করেছে বগুড়ার কাহালুর পাচঁপীর প্রভাতী থিয়েটারের সদস্যরা। বুধবার বিকালে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা, নাটক নিয়ে আলোচনার শুরুতে নাট্যচার্য ড. সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতিচারণ করা হয়। আলোচনা সভা প্রভাতী থিয়েটারের সভাপতি মোঃ আব্দুল বাছেদ তনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সেলিম আল দীনের "বাসন" নাটকের উপর আলোকপাত করেন জামিল হোসেন, সুমন সরদার। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, আবু সাঈদ, এনামুল হক, ওয়ায়েজ কুরুনি, আবু হানিফ, আশিক, নুরুন্নবী, লেমন, রিয়াদ, সৌরভ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে