প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১ ২২:০৭

সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান এর মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তির
সারিয়াকান্দি উপজেলা  চেয়ারম্যান এর মৃত্যুতে
বগুড়া জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ

সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুঞ্জিল আলী সরকার(৭৩) বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রবীণ এই ব্যক্তি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। অত্যন্ত দুঃসময়ে তিনি সংগঠনের জন্য নিবেদিত ছিলেন। তার মৃত্যুতে দলের একজন পরীক্ষিত নেতার চির বিদায় হলো, যার ক্ষতি অপূরণীয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার- পরিজন, সহকর্মীসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে