বগুড়ায় আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া শহরের টেম্পল রোডে আমজাদিয়া হোটেল থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দুকশবা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলের মুশফিকুর রহমান (৬০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর ফাঁড়ি পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) এর মর্গে প্রেরণ করে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ সদস্যরা ধারণা করছেন।
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান জানান, রাতে লাশ উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে নেওয়া হয়।
আমজাদিয়া হোটেলের ম্যানেজার বুলবুল আহম্মেদ জানান, মুশফিকুর বৃহস্পতিবার বিকেলে হোটেলে আসেন। হোটেলের একটি ডাবল রুম ভাড়া নেন। এরপর ওই ব্যক্তি রাতে খাওয়ার জন্য বের হয়েছিলেন। পরে রুমে ঢোকার পর শুক্রবার দুপুর থেকে তার দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। দরজা ভেতর থেকে বন্ধ এবং সাড় না পাওয়ায় সন্ধ্যায় সদর ফাঁড়ির পুলিশে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান ও এসআই খোরশেদ উপস্থিত হয়ে রুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। দরজার ওপরে একটি ফাঁকা জায়গা দিয়ে গলায় ফাঁস দেওয়া লাশ দেখতে পান তারা। দরজা ভেঙে ফেলে দেখা যায় ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্যরা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন