বগুড়ায় টোল আদয়ের প্রতিবাদে ফল বিক্রেতাদের মানববন্ধ

বগুড়া ফল বিক্রেতা সমিতির সকল সদস্যরা বগুড়া পৌরসভা টোল আদায় করার প্রতিবাদ জানিয়ে শনিবার বেলা ১১ টায় বগুড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন চলাকাল সামাবেশে বক্তব্য রাখেন বগুড়া ফল বিত্রেতা মালিক সমিতির উপদেষ্টা আলহাজ মুনছ্রু আলী, ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তাফা, সাবেক সভাপতি আফতার হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার, সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠুসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তারনা বরেন মৌসুমী ফল বিক্রির উপর টোল প্রত্যাহারের দাবিতে এবং পৌর নির্ধারিত টোলের অতিরিক্ত টোল উত্তোলন করা যাবে না। টোল প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। জেলায় প্রায় ৩ হাজার ফল বিক্রেতাদের জন্য পৌরসভা নির্ধারিত জায়গা নির্ধারন না করে টোল আদায় করছে। একদিক ফুটপাত থেকে পুলিশী উচ্ছেদ অন্য দিকে পৌরভার অবৈধ টোল আদায় করে করোনা কালে ফুটপাতে বসে ফল বিক্রেতারা জীবিকা অর্জনের বাধার সম্মুখিন হচ্ছে।
বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা জানান, সরকারি বিধি মোতাবেক বিদেশী ফল বাদে দেশী ফলের উপর টোল নির্ধারন করা হয়েছে। এবং পাইকারি ফল বাজারে আবর্জনা পরিস্কার থেকে আরম্ভ করে সুযোগ সুবিধা দেয়া হয়। এ কারনে টোল নির্ধারন করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন