বগুড়ায় জাতীয় সঙ্গীত অবমাননায় মুচলেকায় মুক্ত হলেন ৫ শিক্ষার্থী

বগুড়ায় জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে আটক পাঁচ শিক্ষার্থী মুচলেকায় ছাড় পেলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় বগুড়া সদর থানা থেকে তাদের মুচলেকা নিয়ে নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পুলিশ বলছে, তাদের জিজ্ঞাসাবাদে অসৎ কোন উদ্দেশ্য না থাকায় ও আটক সবায় শিক্ষার্থী হওয়ায় মুচলেকা নিয়ে পুলিশ হেডকোয়ার্টাস এর নির্দেশে ছেড়ে দেওয়া হয়।
বগুড়া সদর থানা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আটককৃতদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। পরে পুলিশ হেডকোয়ার্টাস এর নির্দেশে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পাঁচ শিক্ষার্থী হলেন, বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া নূরে আলিফ (২২), শহরের তিনমাথা এলাকার মিসকাত হোসেন (১৯), নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রামের আলভি সুজন (২০) ও একই এলাকার ও ভাদুড়ী পাড়া গ্রামর আরিফ আলী (২০) এবং এদের মধ্যে একজনের বয়স ১৭ বছর। স্কুল পড়ুয়া ও এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।
সদর থানা পুলিশ সূত্র জানায়, শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে। ভিডিও পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর নজরে আসলে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা সংবাদ দেওয়া হয়। বার্তা পেয়ে সদর থানা পুলিশ সোমবার রাতে চার যুবক ও এক কিশোরকে আটক করে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন