প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ২২:৪৯

বগুড়ায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সমাবেশ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও 
বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সমাবেশ

বগুড়ায় ফুলবাড়ি দিবসে নানান দাবিতে সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জেলা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়া শহরের সাতমাথায় কমিটির আহ্বায়ক ও জেলা সিপিবির সভাপতি জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জেলা কমিটির সদস্য সচিব ও বাসদ বগুড়া জেলা শাখার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, প্রবীণ রাজনীতিবিদ মাহফুজুল হক দুলু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, গণসংহতি আন্দোলন জেলার প্রধান সমন্বয়কারী আব্দুর রশিদ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা ফোরাম সদস্য আমিনুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বগুড়া জেলা নেতা শাহাদৎ হোসেন শান্ত।

বক্তারা বলেন, দিনাজপুরের ফুলবাড়িতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের একটি গণতান্ত্রিক কর্মসূচীতে আচমকা পিছন থেকে পুলিশ গুলি চালায়। সেখানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র তরিকুলসহ সালেকিন, আলামিন নিহত হয়। শত শত মানুষ আহত হয়। এঘটনার পর যে সব দাবী জানানো হয়েছিল তা আজো বাস্তবায়ন হয়নি। সকল দাবী বাস্তবায়ন করার দাবী জানান। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে