প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১ ২২:৩৮

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় যমুনা
নদীর পানি বৃদ্ধি

বগুড়ায় যমুনার নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী এলাকায় বন্যা দেখা দিয়েছে। উজান থেকে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

শুক্রবার বিকেল ৩টায় যমুনার নদীর মথুরাপাড়া পানি মাপের স্টেশনে ১৬ দশমিক ৮০ সেন্টিমিটার দিয়ে বইছে। এ পয়েন্টে যমুনার নদীর বিপৎসীমার ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। সেই হিসেবে বিকেল ৩টায় বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ের খাল-বিলে পানি ঢোকায় নদীর তীরবর্তি মানুষরা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। অনেকেই আবার স্থানীয় বন্যা আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, এখনো নিম্নাঞ্চালে পানি প্রবেশ করেনি। 
পানি উন্নয়ন বোর্ড বগুড়া সুত্রে জানা যায়, যমুনার নদীর পানি বৃহস্পতিবার বিকাল থেকে বিপৎসীমার উপর দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধিতে উপজেলার কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, চালুয়াবাড়ী, সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, চন্দনবাইশা এলাকার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল ৩টায় যমুনার নদীর মথুরাপাড়া পানি মাপের স্টেশনে ১৬ দশমিক ৮০ সেন্টিমিটার দিয়ে বইছে। যমুনার পাশাপাশি বাঙালি নদীতেও পানি বাড়ছে। বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া সহ বিভিন্ন স্লুইচ গেট দিয়ে বিভিন্ন গ্রামের খাল-বিল ও পুকুরে পানি ঢুকতে শুরু করেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার সকাল ৬টায় ও ৯টায় যমুনা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা ১২টায় বিপৎসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে। এরপর বেলা ৩টায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা খরস্রোতা নদী। কয়েকদিন ধরেই নদীতে পানি বাড়তে শুরু করেছে। শুক্রবার বিকেল ৩টায় যমুনা নদীর পানির স্রোতে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোন নিম্নাঞ্চাল প্লাবিত হয়নি। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে