প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১ ২২:৪১

বগুড়ায় দুই মাসের মধ্যে করোনার সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত হলো

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় দুই মাসের মধ্যে করোনার
সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত হলো

বগুড়ায় করোনায় সংক্রমিত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১৯ জন এবং সুস্থ হয়েছেন ৬৪জন। এ হিসাব গত দুই মাসের মধ্যে জেলায় সর্বনিম্ন মৃত্যু ও শনাক্তের সংখ্যা। 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক জানান, গত ২৪ ঘণ্টায় ২২৬ নমুনায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৯ জন। শনাক্তের হার ৮ দশমিক ৪০ শতাংশ। এর আগে গত ৩ জুন শনাক্তের হার ছিল ৯ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় মারা যাওয়া দুই ব্যক্তি হলেন, সদরের আব্দুল বারী (৮৫) এবং শেরপুরের শাম্মী আক্তার (৪৫)। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫৫ জনে। জেলায় করোনা উপসর্গে কেউ মারা যায়নি। নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে বগুড়া সদরে ১৭ এবং বাকি দুইজন সোনাতলা ও শাজাহানপুরের বাসিন্দা। বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৯১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ১১ জন। বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ১৮১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মোঃ আলী হাসপাতালে ভর্তি আছেন ৮১ জন, শজিমেক হাসপাতালে আছেন ৭৫ জন টিএমএসএস মেডিকেল কলেজে আছেন ১৮ জন, এবং জেলার বিভিন্ন হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। তিনি আরো জানান, জেলার কোভিড বিশেষায়িত হাসপাতালের শয্যা সংখ্যাও অনেকটাই ফাঁকা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে