প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১ ২১:৩২

শাজাহানপুরে গরু চোর ও ট্রাক আটক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে গরু চোর ও ট্রাক আটক

বগুড়ার শাজাহানপুরে  চুরি হয়ে যাওয়া প্রায় ২ লাখ টাকার মূল্যের ৩টি চোরাই গরু সহ ২ চোরকে আটক করেছে থানা পুলিশ। 
গতকাল শনিবার রাত ১টার দিকে  উপজেলার জামাদারপুকুর মোড় থেকে থানা পুলিশের হাতে ২টি চোরাই গরু সহ ২চোর কে আটক করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ  করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া  থানার দূর্গাপুর গ্রামের মনিরুল ইসলাম ও রংপুর জেলার কোয়াতলী থানার  পালিচড় মৌলভীপাড়ার মুক্তার হোসেন। 
গত রাত ১২ টার দিকে উপজেলা গোহাইল ইউনিয়ন পানিহালি গ্রামে লাজেম  প্রামানিকের বাড়ি গোয়াল থেকে ১ টি বাছুর ও ২ টি লাল রংয়ের গাভী চোরি হয়।
গরুর মালিক লাজেম জানান, গত রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ঘরের বাহিরে আসলে মেইল গেটের তালা ভাঙা দেখি। তখন  গোয়াল ঘরে এসে দেখি ৩ টি গরু নেই। তখন চিৎকার করলে গ্রামের লোকজন এসে থানায় খবর দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান গরু চোরির সংবাদে তাৎক্ষনিক থানা পুলিশের  চৌকস টিম তল্লাশি বসিয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় রাতেই অভিযান পরিচালনা ৩টি গরু, চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ  ও ২ জন চোরকে আটক করি। এ ঘটনায় ৪  জনকে আসামি করে একটি মামালা দাযের করছে কৃষক নাজেম প্রামানিক। আটককৃত ২ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে