প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১ ২২:১৯

বগুড়ায় করোনা ও উপসর্গে ২ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা ও
উপসর্গে ২ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১জন ও উপসর্গে ১জন সহ দুইজনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তি হলেন, শিবগঞ্জের শহিদুল ইসলাম (৪২)। নতুন করে একজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যু হলো ৬৬২ জনের। 

মঙ্গলবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সাজ্জাদ-উল-হক জানান, গত ২৪ ঘণ্টায় (৩০ আগস্ট) করোনায় একজন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েচে। জেলায় নতুন করে ১৯৭টি নমুনার ফলাফলে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়া শজিমেক পিসিআর ল্যাবে ১৭, টিএমএসএস ল্যাবে ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে বগুড়া সদরে ১৭, শেরপুরে ২, শিবগঞ্জ ১ ও সারিয়াকান্দির বাসিন্দা ১জন। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ জন। জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৯৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ১২৮ জন। বগুড়ায় ১৬১ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি আছেন ৫৯ জন, শজিমেকে ৭৬ জন, টিএমএসএস হাসপাতালে ২২ জন, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছেন ৪ জন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে