কাজী নজরুলের প্রয়াণ দিবসে বগুড়ায় রবীন্দ্রসঙ্গীত সন্মিলন পরিষদের শ্রদ্ধা নিবেদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবসে বগুড়ায় শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। সংগঠনটির জেলা শাখার আয়োজনে গত রোববার রাত ৮টায় ভার্চুয়াল ভাবে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও শিল্পীরা বহুমাত্রিক সৃজনশীলতায় সমৃদ্ধ প্রেম-মানবতা, সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে কথায় ও গানে স্মরণ করেন।
রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বগুড়ার সভাপতি শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জীর সঞ্চালনায় নজরুলের দেশপ্রেমের একটি সমবেত সংগীত দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। ওই সময় কবির জীবন ও রচনা নিয়ে আবৃত্তিসহ আলোচনা করেন বিদ্যুৎ সরকার, ডাঃ গোপাল কর্মকার ও নিরেশ মুখার্জী। এছাড়াও নজরুল ইসলামের স্বদেশ, প্রেম-প্রকৃতি ও ভক্তি পর্যায়ের সংগীত পরিবেশন করেন পিংকী ভৌমিক, স্মৃতি বসাক, শংকর সরকার, রুপা দত্ত, সৌগত কর্মকার অর্ক, পুষ্পা সরকার, বর্ণ সরকার, অমরেশ মুখার্জী ও শ্যামল বিশ্বাস। কাজী নজরুল ইসলামের গান, কবিতা নিবিড়ভাবে নিয়মিত চর্চার অপরিহার্যতার উপর গুরুত্ব দিয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন