প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২১ ২২:০২

বগুড়ায় করোনায় মৃত্যু ২ : আক্রান্ত ২৫

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় 
মৃত্যু ২ : আক্রান্ত ২৫

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের বাড়ি বগুড়া সদর উপজেলায় এবং অপরজন অন্য জেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর হয়েছে ৬৬৫ জনের। 

বৃহস্পতিবার বেলা ১২ টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক জানান, করোনায় আক্রান্ত হয়ে টিএমএসএস হাসপাতালে প্রায় শতবর্ষি ব্যক্তি বগুড়া সদরের তয়েজ উদ্দিন (১০০) মারা গেছেন। এ ছাড়া জেলা বাইরের এক জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩১৮টি নমুনা পরীক্ষা আক্রান্ত হয়েছে ২৫ জন অক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট ২১ হাজার ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের ২৫ জনের মধ্যে সদরে ১৩ জন, শাজাহনপুরে ৫ জন, গাবতলীতে ৩ জন, নন্দীগ্রামে ২ জন ও আদমদীঘিতে ২ জন  শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২১ হাজার ৪৩ জন। নতুন শনাক্তের মধ্যে শজিমেক  পিসিআর ল্যাব ২১ জন, টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১ জন এবং এন্টিজেন পরীক্ষায় ২ জন ও জিন এক্সপার্ট মেশিনে ১ জন করোনা শনাক্ত হয়েছেন। শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১ লাখ ১১ হাজার ২৫৪ জন। জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৫৮ জন। মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ২৬৯ জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে