প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২১ ২০:৪৫

বগুড়ায় করোনায় মৃত্যু নেই নতুন করে আক্রান্ত ২৪

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় মৃত্যু নেই
নতুন করে আক্রান্ত ২৪

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুহীন দিন পার হলো। গত ২৪ ঘন্টায় বগুড়ায় জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোন রোগীর মৃত্যু বা করোনা উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি। তবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৪ জন। 
শুক্রবার বেলা ১২ টায় বগুড়া জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক জানান, করোনায় কোন মৃত্যু না ঘটায় আগের দিনের মৃত্যু ৬৬৫ জনই রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ২২৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৪ জনের দেহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তরা হলেন, জেলার সদরে ২২ জন, গাবতলীতে ১ জন ও শিবগঞ্জে উপজেলায় ১ জন। জেলার শজিমেকের পিসিরআর ল্যাবে ২১ জন, টিএমএসএস হাসপাতালের পিসিআর ল্যাবে ১ জন ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২১ হাজার ৬৭ জন। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৪৭৯ জন। ৪৩ জন নিয়ে মোট সুস্থ হলেন ২০ হাজার ৩১২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে করোনা রোগী চিকিৎসাধীন আছেন ১৪৭ জন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে