প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৭

বগুড়ায় করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা ও 
উপসর্গে ৪ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে ২ এবং উপসর্গে ২জনসহ ৪ জনের মৃত্যৃ হয়েছে। নতুন করে আরও ৩১জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ জন।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩২ টি নমুনায় নতুন করে আরও ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একজন এবং এন্টিজেন পরীক্ষায় ৪ জন করোনা পজিটিভ ছিলেন। নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে সদরে ২৪, গাবতলীতে ৩, দুপচাঁচিয়ায় ২ এবং বাকি দুইজন শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা। জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৪২৪জন। বগুড়ায় এখন করোনায় চিকিৎসাধীন আছেন ১১৩ জন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন জেলার শাজাহানপুরের আঞ্জুমান আরা (৫০) এবং দুপচাঁচিয়ার হাফিজার রহমান (৬০)। নতুন দুইজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭১ জন দাঁড়ালো। আরো দুইজন উপসর্গে মারা গেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে