প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১ ২২:৫৮

শাজাহানপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে রাজমিস্ত্রির মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে রাজমিস্ত্রির মৃত্যু

শাজাহানপুরে বিদ্যুৎ ৩৩ কেভি লাইনে সাথে বিল্ডিং কাজ করতে গিয়ে রাজমিস্ত্রী মৃত্যু
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শাজাহানপুরে ঝুঁকিপূর্ণ ৩৩ কেভি (কিলো ভোল্ট) শক্তিসম্পন্ন বিদ্যুৎ মেইল লাইনে সঙ্গে বিল্ডিং প্লাস্টার করতে গিয়ে আপেল মাহমুদ (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত আপেল আমরুল ইউনিয়ন ক্ষুদ্রফুলকোট উত্তরপাড়া গ্রামে আব্দুর রাজ্জাক ছেলে। এসময় জনৈক জামাল উদ্দিন নামে অপর এক মিস্ত্রি গুরুতর আহত হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৬ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার রহিমাবাদ বি-ব্লক গ্রামে জনৈক আবুল কালাম আজাদ নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ১১ হাজার ভোল্টের তিনটি তারের পাশ ঘেষে ৪ তলা ভবন নির্মাণ করছেন। রবিবার নির্মানাধীন ভবনের  ৩য় তলায় বেলকুনি কাছে বিদ্যুৎ মেইল তারের পাশেই ভাসমান বাশের মাচাং তৈরি করে ভবন প্লাস্টার কাজ করছিল ২ জন শ্রমিক।বিকাল ৬ টার দিকে হঠাৎ চিৎকার দেখা যায় ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান রাজমিস্ত্রি আপেল ।

এবিষয়ে বিল্ডিংয়ের মালিক আবুল কালম আজাদের সাথে যোগাযোগের চেস্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে