প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:৩৯
গোবিন্দগঞ্জের পল্লীতে ধর্ষণ চেষ্টার অভিযোগ
ষ্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত লেবু মিয়া নাকাই ইউনিয়নের দক্ষিণ পাটোয়া (মালেনীপাড়া) গ্রামের বাবলু মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে স্বামীর অনুপস্থিতিতে ভুক্তভোগীকে ঘরে একাকী পেয়ে ধর্ষণ চেষ্টা করে অভিযুক্ত যুবক। এসময় তার ডাক-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে, তা ধামচাপা দেয়ার চেষ্টা করে অভিযুক্ত’র পরিবার। পরবর্তীতে ভুক্তভোগী গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দেয়। বিষয়টিতে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
এবিষয়ে অভিযুক্ত ব্যক্তির মায়ের সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি স্থানীয়রা মিমাংসা করে দিয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন