নন্দীগ্রামে ৪৪টি মন্ডপে শারদীয় দূর্গা পুজার আয়োজন চলছে

হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কারুশিল্পীরা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় উৎসব দুর্গাপূজা ১১ই অক্টোবর ২০২১ থেকে শুরু হবে। উৎসব চলবে ৫দিন ধরে। আর এই উৎসবকে ঘিরে দেশের অন্যান্য স্থানের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও চলছে ব্যাপক প্রস্তুতি। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ। সেই সঙ্গে প্রতিবারের ন্যায় প্রতিটি পূজা মন্ডপের সামনে নানান সাজে নির্মাণ করা হচ্ছে এক একটি গেট। উপজেলা প্রশাসন সূত্র জানায়, এবার উপজেলার ১টি পৌরসভা সহ উপজেলার ৫টি ইউনিয়নে ৪৪টি স্থানে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো পৌর এলাকার বৈলগ্রাম মোদকপাড়া বারোয়ারী পূজা মন্ডপ, বৈলগ্রাম দক্ষিণ পাড়া বারোয়ারী পূজা মন্ডপ, গুন্দইল মধ্যপাড়া বারোয়ারী পূজা মন্ডপ, গুন্দইল উত্তর পাড়া বারোয়ারী পূজা মন্ডপ, পৌর শহরের কলেজ পাড়া হিন্দুপাড়া সার্বজনিন রাধাগোবিন্দ দুর্গামন্দির, কালিকাপুর বারোয়ারী দুর্গামন্দির, নন্দীগ্রাম বারোয়ারী দুর্গামন্দির, নন্দীগ্রাম রাধাগোবিন্দ বারোয়ারী দুর্গামন্দির, ১নং বুড়ইল ইউনিয়নে ধুন্দার ভক্ততলা সার্বজনিন দুর্গাপুজা মন্দির, দাসগ্রাম বারোয়ারী দুর্গাপুজা মন্দির, বুড়ইল বারোয়ারী দুর্গাপুজা মন্দির, দামপাড়া দুর্গাপূুজা মন্দির, ২নং নন্দীগ্রাম ইউনিয়ন রনবাঘা বাজার সার্বজনিন দুর্গাপূজা মন্দির,আলাইপুর উত্তর পাড়া বারোয়ারী দুর্গাপুজা মন্দির, হাটুয়া দুর্গাপূজা বারোয়ারী মন্দির, শ্রী শ্রী বারোয়ারী দূর্গা মন্দির (ক্ষুদ্র সিমলা), ৩নং ভাটরা ইউনিয়নে পারনাগর কান্দি দুর্গাপুজা মন্দির, নাগরকান্দি রাধাগোবিন্দ বারোয়ারী দুর্গাপুজা মন্দির, মুলকুরী পাড়া বারোয়ারী দুর্গাপুজা মন্দির, শ্রী শ্রী মহাকুড়ি বারোয়ারী দুর্গাপুজা মন্দির, ৫নং ভাটগ্রাম ইউনিয়নে হাটকড়ই কালীবাড়ী বারোয়ারী দুর্গামন্দির, পুনাইল বারোয়ারী দুর্গামন্দির, কল্যান নগর চেচুয়া পাড়া বারোয়ারী দুর্গামন্দির, কল্যান নগর বৈষ্ণব পাড়া বারোয়ারী দুর্গামন্দির, মালঞ্চী মাষ্টার বাড়ী বারোয়ারী দুর্গামন্দির, কাথম সার্বজনিন কালী বাড়ী বারোয়ারী দুর্গামন্দির, ৩নং ভাটরা ইউনিয়নে মাটিহাস গনকপুকুর বারোয়ারী দুর্গাপুজা মন্দির, মাটিহাস পূর্বপাড়া বারোয়ারী দুর্গাপুজা মন্দির, মাটিহাস শিববাড়ী বারোয়ারী দুর্গাপুজা মন্দির, মাটিহাস মহন্ত পাড়া বারোয়ারী দুর্গাপুজা মন্দির, মাটিহাস দক্ষিণ পাড়া সরকার বাড়ী বারোয়ারী দুর্গাপুজা মন্দির, মাটিহাস সাধুচরন বাড়ী দুর্গাপুজা মন্দির, ছোট কুঞ্চি বারোয়ারী দুর্গাপুজা মন্দির, ছোট কুঞ্চি রাজবিহাড়ী বাড়ী দুর্গাপুজা মন্দির, বৃকুঞ্চি পাথারীয়া উত্তরপাড়া বারোয়ারী দুর্গাপুজা মন্দির, বৃকুঞ্চি দক্ষিণ পাড়া বারোয়ারী দুর্গাপুজা মন্দির, চৌদিঘী বারোয়ারী দুর্গাপুজা মন্দির, বামন গ্রাম দুর্গাপুজা বারোয়ারী মন্দির, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে আমড়া গোহাইল পালপাড়া দুর্গাপুজা বারোয়ারী মন্দির, কয়ার পাড়া পশ্চিম বারোয়ারী দুর্গাপুজা মন্দির, চককয়া বারোয়ারী দুর্গা মন্দির, চানপুর উত্তর পাড়া বারোয়ারী দুর্গা মন্দির, চানপুর দক্ষিণ পাড়া বারোয়ারী দুর্গা মন্দির, চানপুর পূর্বপাড়া বারোয়ারী দুর্গা মন্দির,সহ ৪৪টি স্থানে অনুষ্ঠিত হবে। এবিষয়ে নন্দীগ্রাম থানার (ওসি) আবুল কালাম আজাদ বলেন, যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি। পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দুলাল চন্দ্র মহন্ত বলেন , সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সব হিন্দুধর্মীয় নারী-পুরুষরা ব্যাপক আনন্দ উল্লাস করবে বলে মনে করেন তিনি। সাধারন সম্পাদক শ্রী সুকুমার চন্দ্র সরকার বলেন। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে এখন শুধু রং করা বাকি তবে আশা করছি শারদীয় দুর্গাপূজা উৎসবটি অনেক ভালোবাবে শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন