প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১ ২৩:১৭

ধুনটে চার দিন পর ধান ক্ষেত থেকে নিখোঁজ নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি :
ধুনটে চার দিন পর ধান ক্ষেত থেকে নিখোঁজ
নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে নিখোঁজের চার দিন পর ধান ক্ষেত থেকে রেশমা খাতুন (৩৮) নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুঁড়িগাতি গ্রামের ধান ক্ষেত থেকে ওই নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
নিহত রেশমা খাতুন মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী এবং তিনি মথরাপুর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯নং সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ইউপি সদস্য রেশমা খাতুন গত ১৮ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। কিন্তু এঘটনায় ধুনট থানায় কোন জিডি বা অভিযোগ করা হয়নি। বুধবার দুপুরে সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক তদন্তে লাশের শরীরে আঁচরের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। ইতিমধ্যেই পুলিশ এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে