প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১ ২৩:২৮

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন এসিল্যান্ড

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন এসিল্যান্ড

বগুড়ার শেরপুর উপজেলায় অবৈধভাবে ১নং খাস খতিয়ানভুক্ত ২.৫ শতক জায়গা উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। গতকাল মঙ্গলবার (২১সেপ্টম্বর) উপজেলার ভবানিপুর ইউনিয়ন থেকে ভূমি অফিসের অধীনে কাচারীর জায়গায় অবৈধভাবে গড়ে তোলা এই স্থাপনা পুনরুদ্ধার করা হয়।
জানা গেছে, পুনরুদ্ধারকৃত জায়গার আনুমনিক মূল্য ৮লক্ষ টাকা। ওই এলাকার জনৈক আব্বাস আলী নামের এক ব্যক্তি জায়গাটি বছর কয়েক যাবৎ ভোগ-দখল করে ছিলো। উচ্ছেদকালে শেরপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো মো: হেদায়েতুল ইসলাম, ভবানীপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো: মাহবুবুল আলমসহ ভূমি অন্যান্য কর্মীগণ সার্বিক সহযোগিতা করেন।
খাস জমিতে এভাবে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে