প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৩৫

বগুড়ায় করোনা ও উপসর্গে ৩ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা ও 
উপসর্গে ৩ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে দুইজনসহ তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে ৩২৪ নমুনায় আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১জন।  

বুধবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলা সদরের জাহানারা খাতুন (৩৫)।  নতুন করে বগুড়ার একজন মারা যাওয়ায় মোট মৃত্যু হলো ৬৮৩ জনে। নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ জন এবং এন্টিজেন পরীক্ষায় একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস এর পিসিআর ল্যাবে একজন করোনায় পজিটিভ হন। আক্রান্ত ১৪জনের মধ্যে বগুড়া সদরে ১৩ এবং বাকি একজন আদমদীঘির বাসিন্দা। বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৪১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৭৯জন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে