প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৭

বুড়িগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
বুড়িগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন
উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

গতকাল মঙ্গলবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জামতলী বন্দরে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলু ফকির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম চঞ্চল।
 এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বঙ্গবন্ধু ও তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আত্মজীবনী নিয়ে আলোচনা করেন।
 পরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুন্দরভাবে বাংলাদেশ-কে একটি সফল রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোজাহার আলী ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

 

উপরে