প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১ ২২:০৫

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় টিকা গ্রহণে সাধারণ মানুষের ভিড়

ষ্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায়
টিকা গ্রহণে সাধারণ মানুষের ভিড়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিশেষ ব্যবস্থায় টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহণ করতে সকাল থেকে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক ভিড় দেখা গেছে। এছাড়া জেলার তিনিটি পৌরসভায় ছিল টিকা গ্রহণের জন্য ভিড়। বগুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বুথেও টিকা গ্রহীতাদের ছিল উপচে পড়া ভিড়। সারাদেশের সঙ্গে বগুড়াতেও বিশেষ কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার সকাল ৯টা থেকে এই টিকা প্রদান করা হয়। কোথাও কোথাও রাক অবদি টিকা প্রদান করা হয়। টিকা গ্রহণের জন্য নিবন্ধকৃত এবং যারা এসএমএস পেয়েছেন তাদের টিকা প্রদান করা হয়।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু জানান, বগুড়া সদর উপজেলায় সাড়ে ২৭ হাজার এর লক্ষ্যমাত্রা ছিল। সেটি পুরন হয়েছে। দিনে বেশি ভিড় ছিল। নারী উভয়ে টিকা গ্রহণে নিদিষ্টি বুথে ভিড় করে। বগুড়ায় জেলায় ১০৯টি ইউনিয়ন ও জেলার তিনটি পৌরসভায় এই টিকা প্রদান কার্যক্রম পালণ করা হয়। বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে টিকা প্রদান করা হয়। 
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানা হয়েছে, যাদের নিবন্ধন ও প্রথম ডোজের জন্য এসএমএস দেওয়া হয়েছে সকলেই নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় ১০৯টি ইউনিয়নের প্রতিটিতে ১ হাজার ৫০০ ডোজ টিকা প্রদান করা হয়। এছাড়া বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের প্রতিটিতে ৫০০ ডোজ করে, শেরপুর পৌরসভার তিনটি ওয়ার্ডে ও জেলার সান্তাহার পৌরসভার তিনটি ওয়ার্ডের প্রতিটিতে ৫০০ করে টিকার ডোজ প্রদান করা হয়। সেই হিসেবে বিশেষ কর্মসূচির আওতায় ১ লাখ ৭৭ হাজার ডোজ এবং জেলার নির্ধারিত ১৬টি স্থায়ী বুথে আরো ১০ হাজার টিকা অতিরিক্ত প্রদান করা হয়। ১ লাখ ৭৭ হাজারের সাথে ১০ হাজার মিলিয়ে ১ লাখ ৮৭ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া জেলায় ৮ লাখেরও বেশি জন টিকা গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম করেছেন। 
বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, তাদের হাতে দুই লাখ ২০ হাজার ডোজ টিকা আছে। সিনোফার্মের টিকা প্রদান করা হয়। বগুড়া সদরে ১৬ টি কেন্দ্রে স্থায়ীভাবে টিকা প্রদান করা হয়। একই সঙ্গে জেলার তিনটি বগুড়া, সান্তাহার ও শেরপুর পৌরসভা সহ ১০৯টি ইউনিয়নে আরো ১ লাখ ৭৭ হাজার ধরে মোট ১ লাখ ৮৭ হাজার টিকা প্রদান করা হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে