প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ২৩:২৫

বগুড়ায় করোনায় কেউ মারা যায়নি : আক্রান্ত ৯

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় কেউ 
মারা যায়নি : আক্রান্ত ৯

বগুড়ায় করোনা ভাইরাসে কোন মৃত্যু হয়নি। উপসর্গেও কোন মারা যাওয়ার সংবাদ দেয়নি জেলা স্বাস্থ্য বিভাগ। তবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯জন এবং সুস্থ হয়েছে ২জন। 

বৃহস্পতিবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৩৫৫ টি নমুনা পরীক্ষায় ৯জন করোনায় আক্রান্ত হয়। নমুনা পরীক্ষায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে একজন করোনায় শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৯জনের মধ্যে বগুড়া সদরে ৮ এবং বাকি একজন শেরপুরের বাসিন্দা। বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৫০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৮০২জন। জেলা মোট মৃত্যু সংখ্যা ৬৮৪ জনেই অপরিবর্তিত রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে