প্রকাশিত : ২ অক্টোবর, ২০২১ ২১:২৩

বগুড়ায় করোনায় কেউ মারা যায়নি : আক্রান্ত ৬

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় কেউ
মারা যায়নি : আক্রান্ত ৬

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন  মৃত্যু হয়নি। তবে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ জন। সুস্থ হয়েছেন ১৩জন।

শনিবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২১৮ নমুনায় আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২ দশমিক ৭৫শতাংশ।  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ জন ও এন্টিজেন পরীক্ষায় ১ জন পজিটিভ ছিলেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪জন, দুপচাঁচিয়া ১ ও শেরপুরে ১জন। জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৫১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৮২২জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।
হাসপাতালে ভর্তি রোগী ভর্তি আছে ৭২ জন। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৩৯, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৫, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৮ জন। জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে