প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২১ ২১:০৩

বগুড়ায় করোনায় টানা পাঁচ দিনেও মৃত্যু নেই

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনায় টানা 
পাঁচ দিনেও মৃত্যু নেই

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টানা পঞ্চম দিনেও কেউ মারা যায়নি। তবে করোনায় আক্রান্ত হয়েছে ৯ জন। 

বুধবার বগুড়া সিভিল সার্জন অফিস সুত্রে জানানো হয়েছে ২৫৯ টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৪৭শতাংশ। জেলয় এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হলো ২১ হাজার ৫৪০ জন। শজিমেক হাসপাতলের আরটি পিসিআর ল্যাবে ৫ জন, টিএমএসএস মেডিকেলে ১জন, এন্টিজেন টেস্টে ১জন, জিনএক্সপার্ট টেস্টে ২জন করোনায় শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৪জন, গাবতলী উপজেলায় ৪জন ও অপর একজন দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। ২৪ ঘন্টায় বগুড়ায় ৩জন রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগী ২০ হাজার ৮৩৮ জন।
জেলার তিনটি কোভিড হাসপাতলে ৬৮ জন করোনা রোগী ভর্তি আছে। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতলে ভর্তি আছে ৩৩ জন, শজিমেক হাপাতালে করোনা ইউনিটে ভর্তি আছে ২৯ জন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে ভর্তি আছে ৬ জন। ২৪ ঘন্টায় করোনায় ও বাহিরের জেলা বা করোনা উপসর্গে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায় নি। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে