বগুড়ায় টানা ১০ দিনেও করোনায় মৃত্যু নেই

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টানা ১০ম দিনেও কেউ মারা যায়নি। তবে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ জন।
সোমবার বগুড়া সিভিল সার্জন অফিস সুত্রে জানানো হয়েছে ১২৭ টি নমুনা পরীক্ষায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে। জেলয় এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হলো ২১ হাজার ৫৬৪ জন। শজিমেক হাসপাতলের আরটি পিসিআর ল্যাবে ৪জন করোনায় শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরেই ৪জন। ২৪ ঘন্টায় বগুড়ায় ১০জন রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগী ২০ হাজার ৮৬৫জন।
জেলার তিনটি কোভিড হাসপাতলে ৫৮ জন করোনা রোগী ভর্তি আছে। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতলে ভর্তি আছে ২৮ জন, শজিমেক হাপাতালে করোনা ইউনিটে ভর্তি আছে ২৫ জন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে ভর্তি আছে ৫ জন। ২৪ ঘন্টায় করোনায় ও বাহিরের জেলা বা করোনা উপসর্গে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায় নি। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন