দুপচাঁচিয়ায় আ’লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শাহ মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএম কায়কোবাদ, সাবেক সহসভাপতি আবু জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, আ’লীগ নেতা শাহীদুর রহমান কয়েন, শামীমা আক্তার মুক্তা, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আসলাম, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক দেলোয়ার সরদার প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন