গাবতলীতে আ’লীগের উদ্যোগে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি শোভাযাত্রা শেষে সম্প্রীতি সমাবেশ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবির হোসেন ফাইন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম বাবু, শ্রম বিষয়ক শফিকুল ইসলাম পুটু, সদস্য নজরুল ইসলাম বাদশা, মোস্তফা জামান সিদ্দিক বাবু, রেজাউল করিম সোনা, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক হায়দার আলী, যুগ্ম আহবায়ক ফোরকান আলী, কাগইল ইউপি সাবেক চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর হযরত আলী হিরণ, যুবলীগ নেতা মুন পাইকার, রাসেল মিয়া, মনির ইসলাম পিপুল, জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিকুঞ্জ কুমার পাল, সাহাদত হোসেন, জেলা ছাত্রলীগ নেতা নিবারণ চন্দ্র, মামুনুর রশিদ রয়েল, পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ, যুগ্ম সম্পাদক ছাব্বির হোসেনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন