গোবিন্দগঞ্জে পুড়ল রমেশ বাবুর কাপড়ের দোকান

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামদিয়া বাজারে রমেশ বাবুর কাপড়ের দোকান আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৬টার দিকে আগুন লাগে কামদিয়ার সবচেয়ে বড় কাপড়ের দোকানে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিমিষে সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুন লাগার বিষয়ে, ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি।
স্থানীয় জনগণ বলেন, কুমিল্লায় জন্ম নেয়া ঘটনার ধারাবাহিকতায় নোয়াখালি ও সর্বশেষ রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া আর আজকে কামদিয়ায় আগুন একই সূত্রে গাঁথা। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে একটি কুচক্রী মহল এমন ঘটনা ঘটিয়েছে। এলাকাবাসী এ আগুন লাগার ঘটনার সঠিক তদন্ত দাবি করেন স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন- স্থানীয় সাংসদ মানোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এ মেহেদী হাসান, জেলা ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের নেতার্মীরা।
তাঁরা আগুন লাগার ঘটনার সঠিক তদন্ত করে যদি কেউ দোষী হয় তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। সেই সাথে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এসময় নেতৃবৃন্দ আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তৃতীয় পক্ষ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে; সে ক্ষেত্রে সকলকে সজাগ থাকার আহবান জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন