বগুড়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন

পূজা মন্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার প্রতিবাদে বগুড়া জেলা জাতীয় হিন্দু মহাজোট মানববন্ধন ও সমাবেশ করেছে। শুক্রবার বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমানিক। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রতির দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার আছে। মিথ্যা অজুহাত দেখিয়ে হিন্দুধর্মের মানুষের ধর্মীয় অধিকার নষ্ট করা হচ্ছে। দেশের সরকারের সকল সংস্থাকে এই অপরাধীদের খুঁজে বের করতে হবে। এদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন মহাজোটের সহ সভাপতি প্রদীপ কুমার পাল, কেন্দ্রীয় ছাত্র কমিটির সভাপতি সাজন কৃষ্ণ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভীম সরকার, ডা. অভিজিৎ কুমার সরকার প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন