প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১ ২১:০৪

বগুড়ায় করতোয়া নদীতে ডুবে কৃষকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করতোয়া নদীতে ডুবে কৃষকের মৃত্যু

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে কৃষক মোকছেদ আলম (৫৫) করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের বালুপাড়ায় এলাকায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। পরে রাত সাড়ে ৯টার দিকে লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। কৃষক মোকছেদ আলম ওই এলাকার মৃত শহীদ আলমের ছেলে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে