প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১ ১৯:৩৬

গাবতলীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানী !

অভিযুক্ত প্রধান শিক্ষককে কর্মকান্ড থেকে সাময়িক অব্যাহতি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে পঞ্চম শ্রেণির 
ছাত্রীকে যৌন হয়রানী !

বগুড়া গাবতলীর শালুকগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের (৪৬) বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ। এ ঘটনায় অভিযুক্ত ওই প্রধান শিক্ষককের বিরুদ্ধে যৌন হয়রানীর একটি লিখিত অভিযোগ ইউএনও’র বরাবরে হওয়ায় বিদ্যালয়ের সকল প্রকার কর্মকান্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। 

জানা গেছে, গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের শালুকগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রতিদিন পঞ্চম শ্রেণির ৬জন ছাত্রীকে বিদ্যালয়েই প্রাইভেট পড়াইতেন। গতকাল সোমবার সকালে প্রাইভেট পড়ানো শেষে ৬জন ছাত্রীর মধ্যে ২জনকে রেখে দেন। এরপর বিদ্যালয় কক্ষে খিচুরী রান্না করার প্রস্তুতি নিতে থাকেন।  প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ওই ২জন ছাত্রীর মধ্যে একজনকে কাছে রেখে অন্যজনকে বাজারে আদা নিয়ে আসতে পাঠিয়ে দেন। একা থাকার সুযোগে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ছাত্রীটির গালে ১টা চুমু দেন। ছাত্রীটি তখন চিৎকার দিয়ে দৌড়ে বাড়ীতে গিয়ে চুমু দেয়ার ঘটনাটি অভিভাবকদের জানিয়ে দেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ ঘটনাস্থলে ছুটে যান। উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে বুলবুল আহম্মেদ তখন উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মৌখিকভাবে প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে বিদ্যালয়ের সকলপ্রকার কর্মকান্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়ার ঘোষণা দেন। এ ব্যাপারে গতকাল সোমবার বিকেলে গাবতলীর ইউএনও রওনক জাহানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, শালুকগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী ওই ছাত্রীর দাদী ছালেহা বেগম বাদী হয়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানীর একটি লিখিত অভিযোগ তাঁর বরাবরে দাখিল করেছেন। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের জন্য তিনি তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে তিনি জানান। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে মোবাইল ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে