প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১ ২০:১৩

বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের নবকমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের নবকমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের ঘোষিত অবৈধ কমিটি বাতিলের দাবিতে মাটিডালি বিমান মোড়ে বগুড়া সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২ অক্টোবর ২০২১ সম্মেলনে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে, অর্থনৈতিক লেনদেন ও গঠনতন্ত্র বহির্ভূতভাবে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের অবৈধ কমিটি বাতিলের দাবিতে এবং সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকের সাময়িক অব্যাহতি প্রদানের প্রতিবাদে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও গত ১৭ অক্টোবর ২০২১ শেরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ, ২৩ অক্টোবর কাহালু উপজেলা মহিলা আওয়ামী লীগ মানববন্ধন ও সমাবেশ করে, আজকের মানববন্ধন ও সমাবেশে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাকছুদা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাঃ স্বপ্না চৌধুরী, মা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা, সদর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজ হক, সেলিনা আক্তার, নাজমুন নাহার, রূপালি বেগম, তুহিনা খাতুন, আশা খাতুন, মাহফুজা খাতুন, শিল্পী, শারমিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের সৈনিক এবং তাঁর সুযোগ্য সন্তান গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমনন্ত্রী শেখ হাসিনা আপার আস্থাভাজন থেকে দীর্ঘদিন তৃণমূল পর্যায় থেকে দীর্ঘ সময় যাবত মহিলা আওয়ামী লীগের সাথে আমরা জড়িত। আমরা এ অবৈধ কমিটি দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে