প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ২৩:৩৩

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর দুপচাঁচিয়ায় ইউনিয়ন আ’লীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর
দুপচাঁচিয়ায় ইউনিয়ন আ’লীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা

দুপচাঁচিয়ায় নূরে আলমের নেতৃত্বে উপজেলা মিনিট্রাক মালিক ও শ্রমিক যৌথ কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারপিট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত বগুড়া-নওগাঁ সড়কের সাহারপুকুর বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম, নারায়ন চন্দ্র লালু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, উপজেলা জাসদের সভাপতি আব্দুল মালেক সরকার, ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশ, আ’লীগ নেতা শেখ মোত্তালেব হোসেন, মতিউর রহমান, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজল, উপজেলা মিনি ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আছির উদ্দিন, দুপচাঁচিয়া উপজেলা মিনিট্রাক চালক সমবায় সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে