বগুড়ায় বিসিকের সাব-কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন বিষয়ে সেমিনার
-28.10_.2021_.jpg)
শতাধিক হালকা প্রকৌশল শিল্প উদ্যোক্তাদের নিয়ে বগুড়ায় ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের মধ্যকার সাব-কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২ টায় টায় জেলা পরিষদ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক হারুন ইবনে সালাম। হালকা প্রকৌশল শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করে বলেন, মধ্যসত্বভোগীদের দৌরাত্ব দূর করা এবং টেন্ডার কার্যক্রম সহজীকরণ করা প্রয়োজন। বিভিন্ন ক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃক বিদেশ থেকে খুচরা যন্ত্রাংশ আমদানী না করে স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে ক্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়া কাঁচামাল আমদানির ক্ষেত্রে ট্যাক্স কমানো, বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান, এ খাতের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা প্রদান ইত্যাদি বিষয়ে কর্মশালায় সুপারিশ করা হয়। অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে ৩৫ জন ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তার মাঝে ৪২ লাখ টাকার ঋনের চেক বিতরণ করা হয়।
এতে বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক এ.কে.এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক (উপসচিব) রেজাউল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা (উপসচিব) আশরাফুল মমিন খান, বিসিক ঢাকার উপ মহাব্যবস্থাপক (সাব-কন্ট্রাক্টিং সেল) ও আইসিটি সেল প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ, নাসিব বগুড়া জেলা শাখার সভাপতি টি জামান নিকেতা, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক আকন্দ, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি জেলা সভাপতি মোঃ কামাল মিয়া, উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) প্রতিনিধি তাজরিন তামান্না ইসলাম লুবা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন