প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১ ২১:৪৯

প্রধানমন্ত্রীর জন্মদিনের বগুড়ায় করোনার দ্বিতীয় ডোজের টিকা পেল পৌনে ২ লাখ জন

ষ্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর জন্মদিনের বগুড়ায় করোনার দ্বিতীয় ডোজের টিকা পেল পৌনে ২ লাখ জন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজের পর বৃহস্পতিবার করোনা ভাইরাসের ২য় ডোজ টিকা দেয়া হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার জনকে। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে নারী ও পুরুষদের ছিল দির্ঘ লাইন। সেখানে রেজিষ্টেশন কার্ড হাতে তারা টিকা গ্রহনের জন্য এসেছেন। ভোগান্তি ছাড়া টিকা পেয়ে স্থানীয় জনসাধারণ আনন্দিত। সকাল থেকেই টিকা গ্রহিতারা আসছেন। তবে প্রবীনদের আগে টিকা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা পেয়ে তারা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।

বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানা হয়েছে, সকাল ৯টা থেকে শুরু হয়ে লক্ষ্যমাত্রা পুরন না হওয়া পর্যন্ত চলবে টিকা প্রদান কার্যক্রম। যারা প্রথম ডোজ গ্রহণ করেছে তাদের বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর বগুড়ায় প্রথম ডোজের টিকা প্রদান করা হয় ১০৯টি ইউনিয়নের প্রতিটিতে ১ হাজার ৫০০ ডোজ এবং বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের প্রতিটিতে ৫০০ ডোজ, শেরপুর পৌরসভার তিনটি ওয়ার্ডে ও জেলার সান্তাহার পৌরসভার তিনটি ওয়ার্ডের প্রতিটিতে ৫০০ করে ডোজ প্রদান করা হয়। সেই হিসেবে বিশেষ কর্মসূচির আওতায় ১ লাখ ৭৩ হাজার সিনোফার্ম  টিকার ডোজ এবং জেলার নির্ধারিত ১৬টি স্থায়ী বুথে টিকা প্রদান কার্যক্রম আগের মতই ছিল। দ্বিতীয় ডোজের টিকাও একই ভাবে প্রদান করা হবে। তবে যেসব ইউনিয়নে ইপিআই টিকা চলমান রয়েছে সে সব ইউনিয়নে শনিবার টিকা প্রদান করা হবে।
বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে টিকা প্রদান করা হচ্ছে। সকাল থেকেই নারী পূরুষরা স্বতস্ফুর্তভাবে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করেন। বগুড়ায় সিনোফার্মের টিকা মজুদ রয়েছে। প্রথম ডোজের টিকা প্রদান যেভাবে হয়েছে দ্বিতীয় ডোজের টিকাও সেভাবে প্রদান করা হচ্ছে। বগুড়া পৌরসভাসহ জেলার তিনটি পৌরসভা এবং ১০৯টি ইউনিয়নে ১ লাখ ৭৩ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রথম ডোজের মত দ্বিতীয় ডোজ টিকা প্রদান সফল হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে