প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১ ২৩:০১

দুপচাঁচিয়ায় ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে পঙ্গু জলিলের আকুল আবেদন

নিজস্ব প্রতিবেদক
দুপচাঁচিয়ায় ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে পঙ্গু জলিলের আকুল আবেদন

স্বামী আব্দুল জলিল পঙ্গু। কোন কাজকর্ম করতে পারেন না। এরই মাঝে স্ত্রী কমেলা বেগমের দেহে ক্যান্সার ধরা পড়ে। দরিদ্র এ পরিবারের স্বামী-স্ত্রী রোগাক্রান্ত হওয়ায় দুর্বিসহ জীবন যাপন করছেন তারা। অর্থাভাবে ঠিকমত চিকিৎসাও করতে পারছেন না। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুবড়া মহল্লার বাসিন্দা জলিল দম্পতির এ করুণ দশা। 
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার উপজেলার তালোড়া পৌর এলাকার দুবরা মহল্লায় গিয়ে কথা হয় আব্দুল জলিল প্রামানিকের সঙ্গে। তিনি জানান, প্রায় ৮বছর আগে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে যান তিনি। এতে তার মেরুদন্ড ভেঙ্গে যায়। অভাবের সংসারে চিকিৎসা করার সামর্থও তার নেই। তার পরেও ধার-দেনা করে ও বিভিন্ন জনের নিকট হতে সহযোগিতা নিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হন। বেশকিছুদিন চিকিৎসাও চলে। পরবর্তীতে আর চিকিৎসা করা সম্ভব হয়নি। সেই থেকে আর দাঁড়িয়ে থাকতে পারেন না। বাড়ির বাইরে বের হলে ভ্যানে চড়ে যাতায়াত করতে হয় তাকে। ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ের জনক। একমাত্র আড়াই শতক জায়গায় বসত বাড়ি ছাড়া আর কিছুই নেই তার। তাই নিজ বাড়ির অদূরে ছোট্ট একটি দোকান দেন তিনি। এই দোকানের যত সামান্য আয় দিয়েই তিনি স্ত্রী-সন্তান সহ কষ্টে জীবন যাপন করছেন। এরই মাঝে স্ত্রী কমেলা বেগমের পেটে টিউমার সনাক্ত করেন বগুড়া টিএমএসএস হাসপাতালের চিকৎসক। পরীক্ষা-নিরীক্ষা করে টিউমার অপারেশন করা হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে। সেখানেও চিকিৎসকরা টিউমার অপারেশনের সময় তার স্ত্রীর ক্যান্সার হয়েছে বলে জানান। নিয়ম মাফিক থেরাপী দেয়া তথা চিকিৎসা করা হলে এ রোগ থেকে তিনি মুক্তি পাবেন বলে চিকিৎসকরা আশা করেছেন। কিন্তু তার মত পঙ্গু লোকের পক্ষে এ চিকিৎসা ও আনুসাঙ্গিক যেটুকুই খরচ হোক তা তার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই স্ত্রীকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট  আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাতে ০১৭৫২-৮২১০৯৪(বিকাশ) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।  
তালোড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওই মহল্লার বাসিন্দা তানভীর আহম্মেদ ফেরদৌস বলেন, পঙ্গু জলিলের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এমতাবস্থায় তার স্ত্রীর চিকিৎসার ব্যপারে যাতে আর্থিক সহায়তা পায় সেক্ষেত্রে তিনি সার্বিক সহযোগিতা ও চেষ্টা করবেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে