প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১ ২৩:১২
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
জয়পুরহাট ব্যুরো:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার জাফরপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় জাফরপুর স্টেশন এলাকায় অজ্ঞাত এক নারী রাস্তা পার হচ্ছিলেন। সেসময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
(ওসি) সাইদুর রহমান বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই নারীর পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন