প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১ ২৩:১৬
বগুড়ায় করোনায় মৃত্যু নেই নতুন আক্রান্ত হয়েছে ১ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছে ১জন।
শুক্রবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, ১০৭ টি নমুনা পরীক্ষায় ১জন করোনায় শনাক্ত হয়েছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এ আরটিপিসিআর ল্যাবে একজন শনাক্ত হয়। নতুন ১ জন সদরের বাসিন্দা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬২৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৮৫ জনে অপরিবর্তিত রয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৬২ জন। এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন